শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আজ বিশ্ব বিবেক কোথায় : সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১২, ১০ এপ্রিল ২০২৫

আজ বিশ্ব বিবেক কোথায় : সাখাওয়াত

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। ফিলিস্তিনে আমেরিকার মদদে ইহুদি রাষ্ট্র ইজরায়েল যেভাবে মাটিতে মিশিয়ে দিচ্ছে। আজ বিশ্ব বিবেক কোথায়। আমরা চাই তারা ন্যায়ের পক্ষে জেগে উঠুক।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, তারেক রহমান প্রতিনিয়ত আমাদের কর্মসূচি ঠিকমত হচ্ছে কী না তার খোঁজ খবর নিচ্ছেন। আমি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, বিশ্বে শান্তি বিনষ্ট হলে কোন দেশ শান্তিতে থাকতে পারবে না৷ অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন করুন ও তাদের উপর হামলা বন্ধ করুন। আপনারা ইজরায়েল ও ইজরায়েলী পন্য বয়কট করুন।