
মাসুকুল ইসলাম রাজীব
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, ইজরায়েলি পন্য বয়কট করবেন। এ ব্যাপারে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা সবাই মুসলমান। আল্লাহ যেন আমাদের সে দিন পর্যন্ত বাঁচিয়ে রাখে৷ ফিলিস্তিনের সেই পূন্যভূমি রক্ষা করতে আমাদের জীবন দিয়ে হলেও আমরা যেন তা করতে পারি সেই দোয়া করি।