
বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনের জনগণের উপর দখলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং বিশ্বব্যাপী চলমান ‘ওয়ার্ল্ড স্ট্রাইক’ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেছে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় নগরীর হোসিয়ারি সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিল শুরু হয়। পরে মিছিলটি বঙ্গবন্ধু সড়ক হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক সিকদার, সিনিয়র সহ সভাপতি শাহাজাদা রতন, সাংগঠনিক সম্পাদক রাসেল, সহ-সাধারণ সম্পাদক মো. আশ্রাফুল ইসলাম নিরব, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল সভাপতি আব্দুর কাদের জিলানী হিরা, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, সদর থানা ছাত্রদল সাবেক সভাপতি পায়েল, ছাএদল নেতা আল-আমিন, বন্দর থানা ছাত্রদল সাবেক সভাপতি আল-আমিন, বন্দর থানা ছাত্রদল সাবেক দপ্তর সম্পাদক মো. আলিমুল ইসলাম সিফাত, নারায়ণগঞ্জ কলেজে ছাত্রদল সাবেক সোহেব, তোলারাম কলেজ ছাত্রদল সাবেক সিনি: সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সুজন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদল নেএী কাজী কর্নিয়া সহ আরও নেতাকর্মীরা।