রোববার, ১৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলেই দেশে পূর্নাঙ্গ ভাবে শান্তি ফিরে আসবে : মঈনুদ্দিন আহমাদ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪০, ১০ এপ্রিল ২০২৫

আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলেই দেশে পূর্নাঙ্গ ভাবে শান্তি ফিরে আসবে : মঈনুদ্দিন আহমাদ 

ঈদ পূর্নমিলনী আলোচনা সভা

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী উত্তর থানা ১১ নং ওয়ার্ডের উদ্যােগে ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকালে তল্লা রেললাইন এলাকায় ঈদ পূর্নমিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এসময় তিনি বলেন ফিলিস্তিনে গাযায় যে বর্বরতা হচ্ছে,  তা একমাত্র নামাজ, রোজা, ইসলামী হুকুমত পালন করার কারনে ইসরাইলি ইহুদিরা চায় পৃথিবী থেকে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য। আমরা দুইশত কোটি মুসলিম যদি একত্রিত হই তারা একদিনও পৃথিবীতে বাচতে পারবেনা। তাই দেশের প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ থাকবে নিরপরাধ ফিলিস্তিনের শিশুদের, মায়েদের দিকে তাকিয়ে চিকিৎসা সেবা ও প্রতিবাদ গড়ে তোলেন। আমরা আমাদের ভাইদের জন্য জীবন দিতে প্রস্তুত।  তিনি আরো বলেন ফ্যাসিস্টদের দোসররা সমাজের রন্ধে রন্ধে ঘাপটি মেরে বসে আছে, সঠিক ভাবে সংস্কার করতে না পারলে সুযোগ নেওয়ার চেষ্টা চালাবে দোসররা।  এসময় সকলের উদ্যেশে বলেন দেশে পূর্নাঙ্গ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাইলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন বাস্তবায়ন করতে হবে তাহলে সমাজে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। 

১১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে মো এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্ম পরিষদের সদস্য মো ফরিদ আহমেদ, নারায়ণগঞ্জ উত্তর থানা আমীর আবুল কালাম আজাদ, সেক্রেটারি আব্দুর রহিম, বিশিষ্ট ক্রীড়াবিদ পোখন মিয়া,  ১১ নং ওয়ার্ড সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন সহ স্থানীয় জামায়াতে নেতৃবৃন্দ।