রোববার, ১৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জনগনের ভাগ্যে নিয়ে আর ছিনিমিনি খেলতে দিবোনা : আবদুুল জব্বার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৮, ১২ এপ্রিল ২০২৫

জনগনের ভাগ্যে নিয়ে আর ছিনিমিনি খেলতে দিবোনা : আবদুুল জব্বার 

আলোচনা সভা

ফতুল্লা এনায়েতনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যােগে ১১ এপ্রিল রোজ শুক্রবার বিকালে ফতুল্লার চটলার মাঠ এলাকায় ঈদ পূর্নমিলনী ও বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ  আবদুল জব্বার। এসময় তিনি বলেন অতিতে থেকে যারা শিক্ষা গ্রহন করেনা তারা নিছক বোকা, দখলদারিত্ব, চাঁদাবাজি যারা করে তারা কখনোই কোন দলের হতে পারেনা। তারা রাজনৈতিক ব্যক্তিবর্গদের ইমেজ নষ্ট করতে বিভিন্ন গ্রুপে অনুপ্রবেশ করে সুবিদা নেয়। তাই তাদেরকে ধরে আইনের আওতায় আনা জরুরি। তিনি আরো বলেন বিগত দিনে যারা জনগনের ভাগ্যে নিয়ে ছিনিমিনি খেলেছে আমরা আর হতে দিবো না। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান মিয়াজি , আমির ফতুল্লা পশ্চিম মাওলানা নুরুল হক প্রমূখ।