
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন থানার পাঁচ ইউনিয়নের নেতাকর্মীরা। সমাবেশে দিপু ভূঁইয়ার আগমনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
আগামীকাল বিকেল তিনটায় ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিগত ১৭ বছরে এই মাঠে সমাবেশ করতে দেয়া হয়নি বিএনপিকে। গত ৫ আগষ্টের পরও ফতুল্লায় বিএনপির বড় কোন সমাবেশ হয়নি।
বিএনপি ছাড়াও জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। সমাবেশে হাজারও নেতাকর্মী নিয়ে যোগদান করবে অঙ্গ সংগঠনগুলো।
এছাড়াও ফতুল্লার পাঁচ ইউনিয়নে দিপু ভূঁইয়ার আগমনকে ঘিরে বিগত কয়েকদিন যাবৎ প্রচারণা চলছে৷ বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সমাবেশে সাধারণ জনগণেরও ব্যাপক অংশগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
এদিকে দিপু ভূঁইয়া জেলা বিএনপির নেতৃত্বে আসার পর ফতুল্লায় বিএনপির প্রথম সমাবেশের আয়োজন হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে। আগামীকালের সমাবেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর ঢল নামবে বলে জানান বিএনপি নেতারা।
সমাবেশে দিপুর আগমনের খবরে এলাকায় এলাকায় নেতাকর্মীদের মধ্যে সমাবেশকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। অতীতের সকল রেকর্ড ভেঙে আগামীকাল বিএনপির সমাবেশে জনসমাগম ঘটবে বলে জানান নেতাকর্মীরা।