
ফাইল ছবি
নারায়ণগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর ফতুল্লায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত সময়ে ফতুল্লায় এত বড় সমাবেশের আয়োজন করেনি থানা বিএনপির নেতারা। সমাবেশকে ঘিরে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি মাঠে বিএনপির সমাবেশ শুরু হবে। আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ ১৭ বছর ঐতিহাসিক এই মাঠে সমাবেশ করতে দেয়া হয়নি বিএনপিকে। দেড় দশকেরও বেশি সময় পর এই মাঠে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি।
বিগত সময়ে জেলা বিএনপির নেতারা দায়িত্ব পাওয়ার পর নিজ নিজ এলাকায় দলীয় কার্যক্রম সীমাবদ্ধ রেখেছিলেন। দলীয় কর্মসূচিগুলো নিজেদের এলাকাতেই দিতে দেখা গেছে নেতাদের। এর ফলে দীর্ঘ সময় ধরে ফতুল্লায় বিএনপির বড় কোন সমাবেশ অনুষ্ঠিত হয়নি।
অবশেষে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর হাত ধরে সেই আক্ষেপ ঘুচাতে চাইছে বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে দিপু ভূঁইয়ার আগমনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
পাঁচ আগষ্টের পর ফতুল্লায় বিএনপির প্রথম সমাবেশের আয়োজন হয়েছে শনিবার। সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে। সমাবেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর ঢল নামবে বলে জানান বিএনপি নেতারা।
সমাবেশে দিপুর আগমনের খবরে ফতুল্লা থানার পাঁচ ইউনিয়নে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। এলাকায় এলাকায় নেতাকর্মীদের মধ্যে সমাবেশকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশে দিপুর পক্ষে বিভিন্ন এলাকা থেকে জনতার ঢল নামবে বলে জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।