রোববার, ১৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খালেদা জিয়া ছয় বছর জেল খেটেছে, শেখ হাসিনার সাথে আপোষ করেনি : মামুন মাহমুদ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩২, ১২ এপ্রিল ২০২৫

খালেদা জিয়া ছয় বছর জেল খেটেছে, শেখ হাসিনার সাথে আপোষ করেনি : মামুন মাহমুদ 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বাংলাদেশের মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তারেক রহমানের নেতৃত্বে এসকল নেতাকর্মীরা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা রাজপথ ছেড়ে যাইনি। বিএনপি মানুষের ভোটাধিকারের জন্য সবসময় সংগ্রাম করেছে। বেগম খালেদা জিয়া ছয় বছর জেল খেটেছে, শেখ হাসিনার সাথে আপোষ করেনি। বিএনপি প্রতারণা করে না, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে।

শনিবার (১২ এপ্রিল) ফতুল্লার ডিআইটি মাঠে থানা বিএনপির সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, গত ১৫ বছর আপনারা লড়াই সংগ্রাম করেছেন। আমাদের অসংখ্য প্রাণ দিতে হয়েছে। এই ফতুল্লার যুবদল নেতা শাওন আন্দোলনে প্রাণ দিয়েছে। এমন কত নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেনি, পরিবারের সাথে ঈদ করতে পারেনি। তারা একটি প্রত্যাশা নিয়ে রাজপথে লড়াই করেছিল। সেটা হল হাসিনার পতন ঘটিয়ে এদেশে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাবস্থা করা হবে।

তিনি আরো বলেন, আমরা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি। আমরা জেল খেটেছি, হামলা মামলার শিকার হয়েছি। কিন্তু আমরা রাজপথ ছেড়ে যাইনি। আমাদের নেতা তারেক রহমান ১৭ বছর ধরে দেশে আসতে পারেন না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর জেল খেটেছে আপনাদের ভোটের অধিকারের জন্য। সেই ভোটাধিকার এখনও আদায় হয়নি।

এ সরকার শপথ নেয়ার সময় তাদের একটি কথা ছিল। তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। আমরা বলেছি গ্রহণযোগ্য ও উপযুক্ত সময় পর্যন্ত সরকারকে সমর্থন দেবো। এখনও বিএনপি সরকারকে সমর্থন দিচ্ছে। আমরা যৌক্তিক সময় পর্যন্ত সমর্থন দিবো। এর মধ্যে নির্বাচন না দিলে আমরা রাজপথেই আছি, রাজপথেই ফয়সালা হবে।

অনেকে বলে বিএনপি সংস্কার চায় না। বিএনপি ২০২২ সালে ৩১ দফা দিয়েছে। এখানে সকল প্রকারের সংস্কার ও সকল শ্রেণী পেশার মানুষের কথা বলা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দিয়েছেন। কারণ শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কোন কাজ করেননি। ফতুল্লার যে এমপি ছিল তিনি শুধু লম্বা লম্বা কথা বলত। লুটপাট করে সে বিদেশে বাড়ি-গাড়ি করেছে।

মানুষকে দরিদ্র করে বাংলাদেশের টাকা তারা বিদেশে পাচার করেছে। বিএনপির শাসনামলে আপনারা দেখেছেন জিয়াউর রহমান কীভাবে বাংলাদেশকে স্বনির্ভর করে তুলেছিলেন। জিয়াউর রহমানের কারণেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। 

আপনারা কী আবার পেছনের দিকে ফিরে যেতে চান। যেখানে আমরা গডফাদার, ভূমিদস্যুতা ও অস্ত্রবাজদের দৌরাত্ম দেখেছি। আগামীদিনে আপনারা কেমন এমপি চান সেটা আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের ভোটেই তারা নির্বাচিত হবে। 

সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা ছাত্রলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া প্রমুখ।