
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, উপদেষ্টারা বলছে সংস্কার করে নির্বাচন দিবে। শেখ হাসিনা যেদিন দেশ ছেড়েছে সেদিনই ৮০ শতাংশ সংস্কার হয়ে গেছে। আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচন দিন। নির্বাচিত হয়ে ক্ষমতায় বসুন। আপনারা ভাবেন নির্বাচন দিলে বিএনপি চলে আসবে। কারণ বিএনপি একমাত্র দল যারা জনগণের সাথে আছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল্র ফতুল্লার ডিআইটি মাঠে থানা বিএনপির সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। বিকেলে সমাবেশ শুরু হলেও দিপু ভূঁইয়ার আগমনের খবরে দুপুরেই সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে।
তিনি বলেন, এখানকার এমপি গত সতেরো বছর বলেছে খেলা হবে। কিন্তু আসল খেলা তিনি খেলতে পারেনি। তারা এখন পালিয়ে আছে। আমরা কিন্তু গত সতেরো বছর পালিয়ে থাকিনি।
তিনি আরও বলেন, সতেরো বছর যারা বিএনপি নেতাকর্মীদের সাথে ছিল না তাদের সাথে রাখবেন না। যারা কর্মীবান্ধব ছিল তারাই আগামীতে নেতৃত্ব দিবে, নির্বাচন করবে।
আজ সতেরো বছর পর এই সমাবেশে আপনারা অনেক আশা ভরসা নিয়ে এসেছেন। আজ এ দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে আপনারা এসেছেন মন খুলে কথা বলার জন্য।
আজকের এই মাঠে বিগত সতেরো বছর অনেক নেতা এসেছে অনেক এমপি এসেছে। কেউ কী আপনাদের জলাবদ্ধতার সমস্যার সমাধান করেছে? তারা শুধু সন্ত্রাসী কার্যক্রম করতে ও লুটপাট করতে এসেছিল। আজকে এ মাঠে আমি আপনাদের কথা দিয়ে যাই। বিএনপি ক্ষমতায় আসলে আপনারা ঘরেই কোরবানি দিতে পারবেন, আর ছাদে উঠে কোরবানি করা লাগবে না।
তিনি আরো বলেন, মাদক ও সন্ত্রাসীদের বিএনপি আপনাদের নিয়ে প্রতিহত করবে। আমাদের সন্তানরা যেন স্কুলে যেতে পারে সে ব্যাবস্থাও আমরা করবো।
সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, জেলা ছাত্রলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া প্রমুখ।