রোববার, ১৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পাঁচ নয় পঞ্চাশ বছর থাকুন, আগে নির্বাচিত হয়ে আসুন : রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৩, ১২ এপ্রিল ২০২৫

পাঁচ নয় পঞ্চাশ বছর থাকুন, আগে নির্বাচিত হয়ে আসুন : রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আজ অনেকে হাইপ তুলছে এ সরকারকে পাঁচ বছর থাকতে হবে। পাঁচ নয় পঞ্চাশ বছর থাকুন। আগে নির্বাচিত হয়ে আসুন। ফ্যাসিস্টদের সময় আমলারা এভাবেই বলত শেখ হাসিনার সরকার আরও বেশি দরকার। সেই প্রচার করে তারা দেশকে লুটেপুটে খেয়েছে। 

শনিবার (১২ এপ্রিল) ফতুল্লার ডিআইটি মাঠে থানা বিএনপির সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। যা হচ্ছে তা তো লিখছেই, যা হচ্ছে না তাও লিখছে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। সেদিন দেখলাম মাটি ভরাট নিয়ে বিরোধ থাকায় বিএনপি এক নেতা এক অসহায় ব্যাক্তির পাশে দাঁড়িয়েছেন। সেটাকে এমন ভাবে প্রচার করা হচ্ছে যেন বিএনপির সেই নেতা হুমকি দিচ্ছেন। 

তিনি বলেন, ড. ইউনুসের ইমেজকে নষ্ট করতে একদল মানুষ তৎপর রয়েছে। তারা তাকেও ফ্যাসিস্টে পরিনত করতে চায়। বিএনপি নেতাকর্মীরা এর বিরুদ্ধে সেচ্চার আছে।

আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না। বিএনপি উদার গণতান্ত্রিক দল। দলের ভেতরে থেকেও আমরা দলের সমালোচনা করতে পারি। কিন্তু এমন কিছু করা যাবে না যার ফলে বিএনপির বদনাম হয়, দলকে প্রশ্নবিদ্ধ হতে হয়। 

নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই। আমরা প্রতিপক্ষকে মাঠে চাই। কিন্তু দয়া করে বিএনপির নামে অপবাদ দিয়ে বিএনপির ক্ষতি করার চেষ্টা করবেন না। আওয়ামী লীগ সতেরো বছর চেষ্টা করে পারেনি, আপনারাও পারবেন না। কয়দিন বয়স এই রাজনৈতিক দলের। এরই মধ্যে এই রাজনৈতিক দলের এক বোন দুই দিন আগে এখানে গ্রেফতার হয়েছেন। প্রতিটি জেলায় এ অবস্থা, কিন্তু আমরা এ নিয়ে বেশি কথা বলতে চাই না। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এটাই আমাদের আকাঙ্খা।

এসময় সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া প্রমুখ।