
বৈশাখী শোভাযাত্রা
নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া এলাকা থেকে শোভাযাত্রা বের করেন তারা।
শোভাযাত্রায় নতুন বছরকে স্বাগত জানিয়ে রঙ-বেরঙের প্ল্যাকার্ড, বাঘ, প্যাঁচা, ফল, রাজা, রানীসহ নানান রকমের মুখোশ ও রঙিন কাগজের নকশা আঁকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের ও চারুকলার শিক্ষার্থীরা।
এসময় নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি। আমরা আমাদের ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছি। বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি সেটা আমরা দেখাতে চেয়েছি। আজ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছি। আজ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এক কাতারে। আমরা সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশকে গড়ে তুলবো এবং বিকশিত করবো।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, মানুষ উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করবে। কোথাও নিরাপত্তা বিঘ্নিত হবে বলে আমি মনে করি না। আমরা আশাবাদী খুব সুন্দর ভাবে বাংলার হাজার বছরের এই ঐতিহ্য বাংলা নববর্ষ উদযাপিত হবে।
এসময় শোভাযাত্রায় নারায়ণগঞ্জের সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।