
বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা
নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা বের করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১৪ এপ্রিল) শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে এই শোভাযাত্রা শুরু হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েমসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।