
বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমি যখন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন পাই আমি আমার বাবাকে বললাম আমি শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচন করবো আমার বাবা চিৎকার করে বললেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে তোমাকে ছেড়ে দিলাম। পরবর্তীতে আমি নেত্রীকে গিয়ে বললাম আমার বাবা মা আমাকে অনুমতি দিয়েছে। এখন আমি নির্বাচন করতে প্রস্তুত। নেত্রী খুশি হয়ে বললেন আমি নারায়ণগঞ্জে অনেক খুঁজে দেখেছি। আমার দলের নেতাদের দিয়ে হবে না ভেবেই আপনি যখন ভারতে ছিলেন পলাতক তখন থেকে আমি আপনাকে খুঁজছি। আপনি আমার দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করুন।
সোমবার (১৪ এপ্রিল) ফতুল্লা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি যখন মনোনয়ন নিয়ে এলাকায় প্রচারে নামি। কেউ আমার সাথে তখন যেতে চাইত না। বলে আপনাকে ভোট দিবো কিন্তু প্রচারণায় যেতে পারবো না। আমি যখন ফতুল্লায় ঢুকতে চাইলাম কেউ আমার সাথে নেই। তখন এই ইসদাইরের মরহুম শাহীন আমার বাড়িতে গিয়ে বলল আপনাকে নিয়ে আমরা ক্যাম্পেইন করবো। আপনি গাড়িতে থাকবেন, আমরা গাড়ির দুই পাশে থাকবো। গুলি চললে আমরা আগে মরবো।
তিনি বলেন, সেদিন আমি গাড়ি নিয়ে ইসদাইর ঢুকছি। বাড়ির জানালা থেকে লোকজন হাত নাড়ছে কিন্তু কাছে আসতে সাহস পাচ্ছে না। সেদিন শাহীনের স্ত্রী লিপি আমাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানালো। আমি ইসদাইর ঘুরলাম। কোন মানুষ কাছে আসে না, দূর থেকে আমাকে শুভেচ্ছা জানায়। অনেক পুরনো স্মৃতি এগুলো।