
সদর থানা বিএনপির ঘুড়ি উড়ানো, হাড়িভাঙা, লাটিম খেলা অনুষ্ঠান
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, জড়তা দূর করে মা বাবারে যেন তাদের সন্তানকে যেন মাঠে খেলতে পাঠায়। তারা যেন দৈহিক ভাবে কর্মঠ ও সুস্থ থাকতে পারে সেটাই লক্ষ্য।
মঙ্গলবার (১৫ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে ঘুড়ি উড়ানো, হাড়িভাঙা, লাটিম খেলা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা আমাদের নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জ নয়, সারা দেশে প্রতিটি থানা ওয়ার্ডে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আমরা আমাদের হারিয়ে যাওয়া খেলাগুলো বর্তমান প্রজন্মের কাছে ফিরিয়ে আনবো।