
গ্রামীন খেলার আয়োজন
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, খেলাধুলা একটি বিশেষ কার্যক্রম। সুস্থ শরীর ও সুস্থ মন থাকলেই লেখাপড়া ও কাজকর্মে উন্নতি করা যায়৷ আমাদের নেতা তারেক রহমান যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্যেই এই উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে ঘুড়ি উড়ানো, হাড়িভাঙা, লাটিম খেলা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশে আমরা নতুন আঙ্গিকে পুরনো দিনের খেলাধুলা জনগণের মাঝে ফিরিয়ে আনতে তারেক রহমান এ উদ্যোগ গ্রহণ করেছেন। শেখ হাসিনা যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। যুব সমাজকে কিশোর গ্যাংয়ে ঢুকিয়ে বিরোধীদের দমন করেছে। আরেকটি অংশকে মাদকাসক্ত করে রেখেছে যেন তারা সরকারের অপকর্মের বিরুদ্ধে দাঁড়াতে না পারে।
পরিবর্তিত এই পরিস্থিতিতে আমাদের দেশের হারানো খেলাগুলো ফিরিয়ে আনতে আমাদের এই আয়োজন করা হয়েছে। এই খেলাধুলার মাধ্যমে আমরা এই খেলাকে শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে চাই। তারা যেন এর মাধ্যমে মাদক ও কিশোর গ্যাং থেকে ফিরে এসে নিজেদের দৈহিক ও মানসিক গঠনে কাজ করতে পারে সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন।