
জাকির খানকে ফুলের শুভেচ্ছা
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সাক্ষাত করেছেন ২নং রেলওয়ে সুপার মার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দরা। সাধারণ সম্পাদক আবুল হোসেন নেতৃতে ফুলের মালা ও তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
গতকাল ১৫ এপ্রিল দেওভোগ বাড়িতে সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন নেতৃত্বে ব্যবসায়ী আবুল কাশেম বাদশা, মোঃ বাবুল সহ নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানা। এ সময় ২নং রেলওয়ে সুপার মার্কেট ব্যবসায়ীদের খোজঁ খবর নেন জাকির খান। যে কোন সমস্যা সমাধানে সহযোগিতা আশ্বাস দেন ব্যবসায়ীদের।
গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পান। তার নেতাকর্মী ও অনুসারীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নিয়েছেন। জেল গেট থেকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় তিনি বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ উল্লাস করে। পরে গাড়িতে চড়ে তিনি পুরো শহর ঘুরে শোডাউন দেন।