বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জাকির খান যে ষড়যন্ত্রের শিকার তা প্রমান করেছে আদালত : বদু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৫, ১৫ এপ্রিল ২০২৫

জাকির খান যে ষড়যন্ত্রের শিকার তা প্রমান করেছে আদালত : বদু

বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের শুভেচ্ছা

নারায়ণগঞ্জে আলোচিত সাবেক ছাত্রদল নেতা জাকির খান মুক্তি পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের নব নির্বাচিত পর্ষদ। 

মঙ্গলবার বিকেলে শহরের দেওভোগ এলাকায় জাকির খানের নিজ বাড়িতে হাজির হয়ে হোসিয়ারি এসোসিয়েশনের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
 
শুভেচ্ছা বিনিময়কালে হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, ‘জাকির খানকে শুভেচ্ছা জানাতে এসেছি কারন সে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছে। সে যে ষড়যন্ত্রের শিকার তা প্রমান করেছে আদালত। আদালতেই প্রমান হয়েছে সে নির্দোষ। আজকে যারা ষড়যন্ত্র করেছে তাদের এখন অস্তিত্ব নেই। আরও যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। জাকির খানকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। জাকির খানকে তারা সন্ত্রাসী বানাইতে চাইছিলো, কিন্তু তা পারে নাই।
 
এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুস সবুর খান সেন্টু বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রনী ভুমিকায় ছিলো জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। নারায়ণগঞ্জের তরুন সমাজ এখনও জাকির খানকে শ্রদ্ধার সাথে স্বরণ করে। তার মেধা আগামী দিনে বিএনপির কর্মকান্ড এগিয়ে নিতে সহায়তা করবে এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অগ্রনী ভুমিকা রাখবে। দেশে স্বার্থবাদীরা তারুণ্যকে ভয় পায়। তরুনকে ভয় পেয়েছিলো বলেই ফ্যাসিস্ট হাসিনার অনুসারীরা, যারা আজও দলের মধ্যে ঘাপটি মেরে আছে, তাদের মাধ্যমে মিথ্যা মামলা দেয়া হয়েছিলো। তার বিরুদ্ধে যেই মিথ্যা মামলা দেয়া হয়েছিলো, তা আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে।
 
পরে ব্যবসায়ী নেতারা জাকির খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং ব্যবসায়ীদের পাশে থাকার জন্য জাকির খানের কাছে সহায়তা কামনা করেন। শুভেচ্ছা বিনিময়কালে হোসিয়ারি এসোসিয়েশনের বর্তমান পর্ষদের পরিচালকগণ উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু নেতৃত্ব সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু ও সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক আব্দুল হাই, মিজানুর রহমান, পাড়ভেজ মল্লিক, হাজী মো.শাহিন হোসেন, আতাউর রহমান, আলহাজ্ব মনির হোসেন, দুলাল মল্লিক, মাসুদুর রহমান, বৈদ্দনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু শেখ, নাছির শেখ, আব্দুল সোবহান তালুকদার, বিল্লাল হোসেন, নাছির আহম্মেদ। ।