শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চাদাঁবাজি বন্ধ করতে না পারলে শহরবাসীর শান্তি আসা সম্ভব না : মঈনুদ্দিন আহমাদ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৩, ১৬ এপ্রিল ২০২৫

চাদাঁবাজি বন্ধ করতে না পারলে শহরবাসীর শান্তি আসা সম্ভব না : মঈনুদ্দিন আহমাদ 

মাওলানা মঈনুদ্দিন আহমাদ

জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাই টিভির ১৬ তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে নারায়ণগঞ্জে ফিলিস্তিনিদের মুক্তি ও নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে শহরের চুনকা পাঠাগারে নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন নারায়ণগঞ্জ শহরের প্রধান, প্রধান সড়ক দখল করে অবৈধ স্টার্ন ও চাদাঁবাজি বন্ধ করতে না পারলে শহরবাসীর শান্তি ফিরে আসা সম্ভব না। পাশাপাশি বর্বর জাতি ইসরাইলির পন্য নিষিদ্ধ করার আহবান জানান। এসময় মাই টিভির উদ্যেগকে স্বাগত জানিয়ে মাই টিভি পরিবারের জন্য শুভ কামনা করেন।

এসময় সাংবাদিক এস এম মিরাজ হোসেন টিপুর সঞ্চালনায় অন্যন্যদে মাঝে বক্তব্য রাখেন, পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো: হোসাইন, বিবি মরিয়ম স্কুল এন্ড কলেজের শিক্ষক শামীম মিয়া, নাসিক ১০ নং ওয়ার্ডের যুবদলের সাধারন সম্পাদক আনোয়ার হোনের সানি, পরিবশে রক্ষা সোসাইটির সহ সভাপতি ফজলুল হক ভুইয়া, মুক্ত খবরের ষ্টাফ রিপোর্টার শাহ কামাল সবুজ, বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফুল ইসলাম, বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি  সাংবাদিক ইউসুফ আলী প্রধান ও মাই টিভির ক্যামেরা ম্যান রাকিব, মুন্না ফরাজি সহ বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মী ও হাফেজি পড়–য়া শিক্ষার্থীরা।