শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩০, ১৯ এপ্রিল ২০২৫

সোনারগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা

আলোচনা সভা

সোনারগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এডঃ শামিমা আক্তার শাম্মীর সভাপতিত্বে, ১৯ এপ্রিল বিকেলে সোনারগাঁ উপজেলার জামপুর ৯নং ওয়ার্ত ও সনমান্দী ইউনিয়নের ২নং হরিহরদী মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক, এস এম উয়ালিউর রহমান আপেল।

বিশেষ অতিথি বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের আহবায়ক, হাফেজ মাওলানা জাকারিয়া। 

মোঃ ইব্রাহিম মিয়ার সঞ্চালনায়, এসময় আরো উপস্থিত ছিলেন বিআরটিসির পরিচালক মোঃ জিল্লুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশাসক সিকদার মাহমুদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মনির মল্লিক,জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক হাজী আঃ মতিন, যুগ্ম আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, কাচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন জয়, ইঞ্জিনিয়ার জামান, হাফেজ  মাওলানা মোঃ মিজানুল রহমান, সোনারগাঁ থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি মোঃ শাহেদ, সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দেরা উপস্থিত ছিলেন। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা যুব উন্নয়নের সাবেক মহা পরিচালক  এস এম ওয়াজির রহমান আপেল বলেন। সংস্কার অবশ্যই দরকার, সংস্কার শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আরো বলেন সামনে বিএনপির সঠিক সময় সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকার অপপ্রচার প্রতিহত করতে হবে।