শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদল কমিটি বিলুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৩, ১৯ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদল কমিটি বিলুপ্ত

ফাইল ছবি

জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ সদর কমিটির আহবায়ক ও সদস্য সচিব একই ওয়ার্ডে হওয়ায় ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটি জেলা আওতাধীন করায় দুইটি থানা কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে সিদ্ধিরগঞ্জ থানার ১-১০ ওয়ার্ডের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। নারায়নগঞ্জ মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন খাঁন এর সুপারিশক্রমে নারায়নগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি-এনামুল হক খন্দকার স্বপন ও সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল এর সর্বসম্মতিক্রমে কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানা গেছে।

সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরে পৃর্থক দুইটি বিজ্ঞপ্তিতে জানা যায়, নিয়ম বহির্ভূতভাবে একই ওয়ার্ড থেকে সদর থানা কৃষক দলের আহবায়ক ও সদস্য সচিব মনোনীত করায় দলীয় আইন ও শৃংখলা বিনষ্টকারী বিভিন্ন কাজের মাধ্যমে নারায়নগঞ্জ মহানগর কৃষক দলের ইমেজ ও ঐক্যের ক্ষতি সাধন করা এবং কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অনুপস্থিত থাকার কারনে। দলীয় ঐক্য ও শৃংখলা রক্ষা এবং দলীয় আইন অনুযায়ী সদর থানা কৃষক দল-কে আরো সুসংগঠিত ও শক্তিশালী করে পুনর্গঠন করার লক্ষ্যে বর্তমান আহ্বায়ক কমিটি (আহবাহক- রানা মজিব -১৩ নং ওয়ার্ড, সদস্য সচিব রানা মুন্সি-১৩ নং ওয়ার্ড) বিলুপ্ত ঘোষনা করা হলো। পরবর্তীতে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের পরবর্তী সাংগঠনিক সভায় সকল নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে নারায়ণগঞ্জ সদর থানা কৃষকদলের নতুন কমিটি ঘোষনা করা হবে।

অন্যদিকে নারায়নগঞ্জ মহানগর কৃষক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খাঁন বাবুল সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল-কে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আওতা মুক্ত করে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের ইউনিট হিসেবে আওতাধীন করেন। যেহেতু ইতিপূর্বে সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে, তাই গঠনতন্ত্র অনুযায়ী বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল কর্তৃক অনুমোদিত সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত ১ নং ওয়ার্ড থেকে ১০ নং ওয়ার্ড কৃষক দলের কমিটি গুলো বিলুপ্ত ঘোষনা করা হইলো।