মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে তিন জটিল সমস্যা সমাধানে মানববন্ধন করবে ইসলামী আন্দোলন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৬, ২০ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে তিন জটিল সমস্যা সমাধানে মানববন্ধন করবে ইসলামী আন্দোলন 

পরামর্শ সভা

আগামী বুধবার নগর ভবনের সামনে সকাল ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে স্বাস্থ্যসেবা খাত, যানজট ও পানির নানা সমস্যার সমাধানে মানববন্ধন কর্মসূচি পালন করবে। 

রবিবার ২০ এপ্রিল বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ এক বিশেষ পরামর্শ সভায় উক্ত কর্মসূচি ঘোষণা করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আব্দুর রহমান রোমান, মোহাম্মদ কবির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

মুফতি মাসুম বিল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে নানা সমস্যার উপর ভাসছে নারায়ণগঞ্জ শহরের কয়েক লাখ মানুষ। তবে এসব সমস্যার কোনো সমাধান হচ্ছেনা বলে হতাশ ভুক্তভোগীরা। শহরের প্রধান দুটি সরকারি হাসপাতালে সঠিক চিকিৎসা না পাওয়া, জটিল কোনো চিকিৎসার জন্য ভিক্টোরিয়া কিংবা খানপুর হাসপাতালে গেলেই ঢাকায় পাঠানো। সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডে বিশুদ্ধ পানির সংকট। সবমিলিয়ে সবার জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। যানজট, পানি সংকট ও স্বাস্থ্য খাতের বেহাল দশা ছাড়াও এই শহরে আরো অসংখ্য ছোটবড় নাগরিক সমস্যা রয়েছে। তবে আপাতত নিরবিচ্ছিন্নভাবে বিশুদ্ধ পানি সরবোরাহ, সরকারি হাসপাতালে ভোগান্তি ছাড়া সু-চিকিৎসার ব্যবস্থা ও শহরের প্রধান প্রধান সড়কগুলো থেকে যানজট কমিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ্যকে নজর দিতে হবে।

এ সকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট  কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী বুধবারের মানববন্ধনে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।