মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ভোরে মিছিলের প্রস্তুতিকালে এক আ.লীগ কর্মীসহ আটক ৭ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৫, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:২৪, ২১ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে ভোরে মিছিলের প্রস্তুতিকালে এক আ.লীগ কর্মীসহ আটক ৭ 

আওয়ামীলীগের এক কর্মীসহ ৭ জন আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভোরে আওয়ামীলীগের এক কর্মীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের ধারণা, তারা হয়তো মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। 

সোমবার (২১ এপ্রিল) ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে আসামিদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন জানিয়েছেন তিনি ইতপূর্বে আওয়ামীলীগের বিভিন্ন মিছিল সমাবেশে অংশ নিতেন। 

আটকরা হলেন, ঠিকাদার ও যুবলীগ নেতা আবুল হোসেন (ছাত্র হত্যায় অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের সহযোগী), মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহালম, তপন, রাসেল। আটককৃতরা ফতুল্লার লালপুর এলাকার বাসিন্দা। 

জানা যায়, সোমবার ভোরে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ। 

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আজ ভোরে শিবু মার্কেট থেকে সাতজনকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি ও তাদের নাম ঠিকানা ও এর সাথে আরো কারা কারা সম্পৃক্ত তা নিশ্চিত হতে কাজ করছি। তাদের কেউ রাজমিস্ত্রী কেউবা অন্য পরিচয় দিচ্ছে। রাজনৈতিক পরিচয় নেই আটকদের কারো তারা বলছে তবে একজন জানিয়েছেন তিনি আগে থেকে আওয়ামীলীগের সকল কর্মসূচিতে যেতেন। আমরা সকলের মোবাইল ও অন্যান্য তথ্য যাচাই করছি।