
মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় সভা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কমিটি তো মুখে মুখে দেয়া যায় না। দায়িত্ব দল আপনাদের দিয়েছে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন। আপনাদের কাজ আপনারা করতে থাকেন। রাজনীতি করতে গেলে প্রতিবন্ধকতা, প্রতিকূলতা থাকবে। এগুলো মোকাবিলা করার জন্যই তো আপনাদের নেতা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
রোববার (২১ এপ্রিল) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, দল আপনাদের উপর আস্থা রেখেছে। দল তো বলেনি আপনাদের উপর আস্থা নেই। আপনারা কাজ করুন। অভিযোগ পাল্টা অভিযোগ করবেন না। কাজের মধ্য দিয়ে প্রমান করুন আপনারা যোগ্য। দল আপনাদের উপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছে, এটা প্রমান করার দায়িত্ব আপনাদের। আমরা তো কোন কমিটি স্থগিত করিনি।