মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৫৮, ২১ এপ্রিল ২০২৫

আড়াইহাজারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

সাগর হাসান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাগর হাসান (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) তাকে আটকের তথ্য জানায় পুলিশ। সে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কল্যান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাগর উপজেলার কল্যান্দী শেখ বাড়ি এলাকার কবির হাসানের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, গোপনে খবর পেয়ে সাগর হাসানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।