শনিবার, ০৩ মে ২০২৫

|

বৈশাখ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ও এনসিপির বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:০১, ২১ এপ্রিল ২০২৫

সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ও এনসিপির বিক্ষোভ 

বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নৃশংস হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রদ্রোহী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা 

সোমবার (২১ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড বাসস্ট্যান্ড এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন তারা।

এসময় জুলাই গণঅভ্যুত্থানের নৃশংস হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রদ্রোহী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং 'জুলাইয়ের ঘোষণাপত্র' প্রকাশের দাবিতে জানান নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের আহত মোহাম্মদ মাইনুদ্দিন, সিদ্ধিগঞ্জ থানা এনসিপির সংগঠক সোহেল খান সিদ্দিক, নারায়ণগঞ্জ মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জহিরুল ইসলাম, সদস্য সচিব হৃদয় ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নাজমুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা এনসিপির সংগঠক রাইসুল ইসলাম রিফাত, নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জাবেদ আলম।