মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে এক দিনে বৈষম্য বিরোধী আন্দোলনের দুই নারী নেত্রীর পদত্যাগ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৬, ২২ এপ্রিল ২০২৫

না.গঞ্জে এক দিনে বৈষম্য বিরোধী আন্দোলনের দুই নারী নেত্রীর পদত্যাগ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব ও সদর থানার ছাত্র প্রতিনিধি নাফিসা আক্তার এবং নারায়ণগঞ্জ মহানগরীর সহ মুখপাত্র আজিজা তাসনিম পদত্যাগ করেছেন।

সোমবার (২৩ এপ্রিল) পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তারা।

পদত্যাগপত্রে নাফিসা আক্তার জানান, আমার ব্যক্তিগত অসুবিধার কারণে আমি পদটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন থেকে আমি আমার ব্যক্তি জীবনে কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত নই।

অন্যদিকে রাজনৈতিক কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন আজিজা তাসনিম।