
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী বলেছেন, আপনারা জানেন হেফাজতে ইসলামের কতিপয় বিতর্কিত নেতৃবৃন্দের কারণে হেফাজতের ইমেজ নষ্ট হচ্ছে। বিশেষ করে জোনায়েদ আল হাবিব, মনির হোসাইন কাসেমীর মত ব্যাক্তিরা যারা বহু বিতর্কের জন্ম দিয়েছেন। নারায়ণগঞ্জের যারা ত্যাগী, যারা হেফাজতকে প্রতিষ্ঠিত করেছে। তাদের বাদ দিয়ে কিছু বিতর্কিত লোক নিয়ে তারা পকেট কমিটি করে একটা ঝামেলা সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে মুরুব্বিদের সাথে কিছু মানুষ বেয়াদবি করেছে। কেন্দ্রে বিচার দেয়া হয়েছে। কেন্দ্র থেকে মুরুব্বিরা এসে এটা সমাধান করার কথা। এর আগে নারায়ণগঞ্জে হেফাজতের ব্যানারে কোন কর্মসূচি হবে না। এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, আমরা কেন্দ্রীয় হেফাজতের নেতৃবৃন্দকে অনুরোধ করবে। নারায়ণগঞ্জের ঝামেলা না মিটিয়ে নারায়ণগঞ্জে হেফাজতের ব্যানারে কোন কর্মসূচি যেন তারা না দেয়। নাহলে এখানে হেফাজত ক্ষতিগ্রস্ত হবে এবং দুর্বল হবে। নারায়ণগঞ্জের জনগণ এটা মেনে নেবে না।