
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাজী দেওয়ান মাহমুদ ও মোহাম্মদ আলীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল।
বুধবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী কৃষকদলের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্তের অনুমোদন দেন।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে এই দুই নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান তারা।