শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি বিরুদ্ধে অপপ্রচার দাবি তুলে সংবাদ সম্মেলন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১০, ২৩ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি বিরুদ্ধে অপপ্রচার দাবি তুলে সংবাদ সম্মেলন 

সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলীয় প্রভাব খাটিয়ে “বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ অপ প্রচার বলে দাবি তুলে সংবাদ সম্মেলন করেছেন।   সাদিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূইয়া বুধবার বিকেলে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় সংবাদ সম্মেলন করে এ দাবি তোলেন

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন শাহজাহান ভূইয়া। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জজ মিয়া।

লিখিত বক্তব্যে শাহজাহান ভূইয়া তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট  দাবি করে বলেন, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় আওয়ামীলীগের আমলে প্রতিপক্ষের লোকজন তার ওপর অনেক অত্যাচার নির্যাতন করেছেন। তাদের বিরুদ্ধে একাধিবার থানায় লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার পাইনি। আদালতের রায় পেয়েও তার জমিতে যেতে পারিনি। প্রতিপক্ষকে বিরোধপূর্ণ জমিতে যেতে  নিষেধাজ্ঞা থাকলেও উল্টো তার বিরুদ্ধে জমি দখল ও মাদক ব্যবসার মতো মিথ্যে অভিযোগ তুলে  সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে ফায়েজা বেগম, বিল্লাল হোসেন ও উসমান উদ্দিন এ অপ-প্রচার চালাচ্ছেন।

শাহজাহান ভূইয়া আরো বলেন, কাগজ কলমে জমি না পেলে কখনোই নিজের বলে দাবী করতাম না। তারা যদি এমন কোন প্রমান দেখাতে পারে সংশ্লিষ্ট কতৃপক্ষ আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমার কাছে জমির মালিকানার সকল ডকুমেন্টস রয়েছে।