শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নাগরিকরা নানামুখী সমস্যায় জর্জরিত, অনতিবিলম্বে সমাধান করতে হবে: মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৫, ২৩ এপ্রিল ২০২৫

নাগরিকরা নানামুখী সমস্যায় জর্জরিত, অনতিবিলম্বে সমাধান করতে হবে: মাসুম বিল্লাহ

মানববন্ধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, বর্তমানে এই মহানগরের নাগরিকরা নানামুখী সমস্যায় জর্জরিত। বিশেষ করে বিশুদ্ধ পানির অভাব, চরম যানজট, রোগীদের চিকিৎসা সেবায় ভোগান্তি ও সিটি করপোরেশনের কাজের স্থবিরতা জনজীবনে চরমদুর্ভোগ সৃষ্টি করছে। 

বুধবার ২৩ এপ্রিল সকাল ১১ টায় নগর ভবনের সামনে স্বাস্থ্যসেবা খাত, যানজট ও পানির নানা সমস্যার সমাধানের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। মানববন্ধন শেষে সিও মুহাম্মাদ জাকির হোসেন-এর নিকট স্মারকলিপি পেশ করা হয়।

তিনি আরও বলেন, অধিকাংশ এলাকায় বিশুদ্ধ পানির সরবরাহ অপ্রতুল এবং অনির্ভরযোগ্য। ওয়াসার পানিতে প্রচুর দুর্গন্ধ। পবিত্রতা অর্জনের জন্য ওজু করতে গেলে আরও অপবিত্র হয়ে যাওয়ার উপক্রম হয় এই ওয়াসার পানি দিয়ে।শহরের প্রধান ও উপ-সড়কগুলোতে যানজট নিত্যদিনেরসমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা নাগরিকদের সময় ও শ্রমের অপচয় ঘটাচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও সেবা নিশ্চিত না থাকায় রোগীদের প্রচণ্ডভোগান্তির শিকার হতে হচ্ছে। প্যাথলজিক্যা টেস্ট করার জন্য বাহিরে যেতে হয় রুগীদের। তাছাড়াও ইমার্জেন্সী রুগি নিয়ে গেলে বেশিরভাগ সময় ঢাকা রেফার করা হয়। আমরা এর বিহীত সমাধান চাই।

সেক্রেটারি সুলতান মাহমুদ বলেন, নাগরিক সেবা প্রদানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যক্রমে ধীরগতি ও  দাসীনতাস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। উক্ত সমস্যাগুলোর আশু সমাধানে আপনাকে অবিলম্বে কার্যকরও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের দাবি, এসব বিষয়ে যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়নেরমাধ্যমে জনদুর্ভোগ লাঘব করা হোক।জলাবদ্ধতা আরো একটা বড় সমস্যা। কিছুক্ষণ বৃষ্টি হলেও হাঁটু পর্যন্ত পানি জমে যায়। তাছাড়াও সামনে আসছে বর্ষাকাল। এখনই এটা সমাধান না করলে চরম দুর্ভোগ পোহাতে হবে নগরবাসীকে।

নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি মুহা. ইসমাইল,শহর শাখা উত্তরের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কবির হোসেন দক্ষিণের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।