
ফাইল ছবি
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি নেতা আহমেদুর রহমান তানু।
আগামী ২৬ এপ্রিল শনিবার বিকেল তিনটা থেকে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করবেন এনসিপির নেতাকর্মীরা।
মিছিল থেকে গনহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের জন্য সরকারের প্রতি দাবী জানানো হবে বলে জানান দলটির নেতারা।