শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ওদের ভবিষ্যৎ খুব খারাপ হবে : ডন সেলিমের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৪, ২৪ এপ্রিল ২০২৫

ওদের ভবিষ্যৎ খুব খারাপ হবে : ডন সেলিমের

সেলিম প্রধান

জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং পেপার্সের চেয়ারম্যান সেলিম প্রধান বলেছেন, রূপগঞ্জ একটা পরিবার। সেখানে কোন দল নেই। স্বৈরাচারের আগের যায়গায় দেশ যাবে না। রূপগঞ্জে যারা সন্ত্রাসী চাঁদাবাজি করে, আমি কিন্তু ওদের লাইফ হেল করে দিবো। ওদের ভবিষ্যত খুব খারাপ হবে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা আদালতে জমি সংক্রান্ত একটি মামলার কাজে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন গাজীর বাহিনী কীভাবে আমাকে আক্রমণ করত। গত পনেরো বছর এই সরকারের বিরুদ্ধে দল ছাড়া, সংগঠন ছাড়া কেউ যদি লড়াই করে থাকে তাহলে সেটা কিন্তু আমিই করেছি। আমাকে একের পর এক মামলায় জড়িয়েছে। আমি এই মামলায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। 

তিনি বলেন, পাঁচ আগষ্টের পর আমরা ভেবেছি আমাদের দেশটা, আমরা সবাই একত্রিত হয়েছি। এখন একেকজন একেক কথা বলে। কেউ বলে কালকে ইলেকশন দাও, কেউ বলে এটা লাগবে, ওটা লাগবে। সবার কাছে অনুরোধ, দেশ আগের যায়গায় যেতে পারবে না৷ সবার আগে দেশ।

আজকে আমি এখানে জায়গার মামলার ইস্যুতে এসেছি। ড. ইউনুসকে আমরা পেয়েছি এটাই আমাদের কাছে বড় পাওয়া। গত ৫৩ বছর ধরে বলে গণতন্ত্র, কীসের গণতন্ত্র। আপনারা তো গণতন্ত্র দেখেননি। যে যেভাবে পেরেছে সেভাবে লুটে খেয়েছে। এটাই আমরা গত ৫৩ বছর দেখেছি।

তিনি বলেন, আমি ছাত্র জনতাকে ধন্যবাদ দিতে চাই। একসময় জেল থেকে বের হয়ে সবাই ওদের ধন্যবাদ দিয়েছে। আজ তারাই ওদের নামে বদনাম করে। আমাদের দেশের মানুষ স্বার্থ হাসিল হলে আর মানুষকে চেনে না। ড. ইউনুস যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের দেশের জন্য লাভ। সবার আগে দেশ, দল হল পরে।