
মানববন্ধন
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় উচ্চ আদালতের দেয়া রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজনরা।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিগঞ্জের মৌচাক এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় নিহত প্যানের মেয়র ও কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, আমার স্বামীর সাথে যে সাতজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা আপনারা সবাই দেখেছেন, সারা পৃথিবীর মানুষ দেখেছে। সকলে এই হত্যার জন্য কান্না করেছে। সবাই চায় এই বিচারের রায় সম্পন্ন হবে।
তিনি আরো বলেন, এখনও রায় কেন ঝুঁলে আছে। আমাদের দাবী আইন ও বিচার বিভাগের প্রতি ও আইন উপদেষ্টার প্রতি, এই সাতটি পরিবারের দিকে তাকিয়ে এই রায় কার্যকর করুন। আমাদের সাতটি পরিবার ধ্বংস হয়ে গেছে। আমরা সরকারের সহযোগিতা চাই। সার্বিক সহযোগীতা করে আমাদের মামলাটা যেন দ্রুত নিষ্পত্তি হয়৷ আমরা যেন বিচার পাওয়ার সান্ত্বনা নিয়ে মরতে পারি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সাতখুনে নিহত নাসিক প্যানেল মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের ভাই নূর মোহাম্মদ, আব্দুস সালাম, নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের, তার ভাই রাজু আহমেদ, নিহত গাড়ী চলক জাহাঙ্গীরের স্ত্রী নূপুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে নিখোঁজ হয়ে যান। তার আইনজীবী চন্দন কুমার সরকার যিনি নজরুল ইসলামের গাড়ি অনুসরণ করছিলেন, তিনিও একই দিন তার ড্রাইভারসহ একই জায়গা থেকে নিখোঁজ হয়ে যান। এ ঘটনার তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।