রোববার, ২৭ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিদায়ী ওসি উপজেলাবাসীকে হয়রানীর রেকর্ড করেছেন : পারভীন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৪, ২৬ এপ্রিল ২০২৫

বিদায়ী ওসি উপজেলাবাসীকে হয়রানীর রেকর্ড করেছেন : পারভীন 

কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরে অবস্থিত আশিক সুপার মার্কেটে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার নবাগত ওসিকে নিরপক্ষ ও সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন সেই আহবান জানিয়েছেন। 

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। 

তিনি বলেন, বিদায়ী ওসি (এনায়েত হোসেন) আড়াইহাজারবাসীকে হয়রানী করে রেকর্ড করেছেন। যার কারনে আমাদেরসহ সাধারণ মানুষের আন্দোলনের কারনে তিনি টিকতে পারেনি।  

এ সময় পারভীন আক্তার বলেন, আমার মূলনীতি, আড়াইহাজারে থাকবেনা কোন দুর্নীতি। চোর ডাকাত সন্ত্রাস, চাঁদাবাজ হুশিয়ার সাবধান আড়াইহাজার ছেড়ে পালিয়ে যান। আমি আড়াইহাজারের সকল প্রসাশনকে হুশিয়ার করে বলে দিচ্ছি। কোন অফিস আদালতে কোন ধরনের সন্ত্রাসী, দূর্ণীতিবাজকে যেন প্রশ্রয় দেয়া না হয়। যদি ওসি এনায়েতের মতো কোন ব্যক্তির ইশারায় অপরাধে জড়িয়ে যান, তাহলে আড়াইহাজার উপজেলার আমজনতাকে সাথে নিয়ে গণধোলায়ের মাধ্যমে আড়াইহাজার থেকে বিদায় করবো ইনশাআল্লাহ।  

এদিকে বদলী হওয়ার ৩দিন পরও থানা থেকে চলে না যাওয়ায় পারভিন আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, বিতর্কিত ওসি থানা না ছাড়লে আন্দোলনের ডাক দেওয়া হবে। 

এ সময় উপস্থিত ছিলেন পারভীন আক্তারের রাজনৈতিক সেক্রেটারি ও সাবেক নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি- বর্তমান নারায়ণগঞ্জ জেলা কোকো স্মৃতি পরিষদের আহব্বায়ক সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব শহিদুল্লাহ চেয়ারম্যান, সাবেক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক, বর্তমান জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, আড়াইহাজার উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বি.এন.পির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়াসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।