সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাবস্থা নিত : রিয়াদ চৌধুরী 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪৩, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:১৬, ২৭ এপ্রিল ২০২৫

আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাবস্থা নিত : রিয়াদ চৌধুরী 

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, দেশে বর্তমানে কোন দলীয় সরকার নেই। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য হয়ে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ থাকত, আমার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হত। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও যৌথ বাহিনী আমার বিরুদ্ধে ব্যাবস্থা নিত।

রোববার (২৭ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমরা দেখছি দেশে বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত নেতাদের বিরুদ্ধে আওয়ামী দোসররা নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তেমনি ফতুল্লাতেও আমার বিরুদ্ধেও তারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমরা এদের বিরুদ্ধে দলীয়ভাবে আলোচনা করে আইনগত ব্যাবস্থা নেব।

তিনি আরো বলেন, গতকাল প্রেসক্লাবের সামনে কতিপয় লোক এখানে মানববন্ধন করেছেন। আমার বিরুদ্ধে সত্যি অভিযোগ থাকলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে পারতো। তারা এসপি অফিসে কিংবা যৌথ বাহিনীর কাছে অভিযোগ দিতে পারত। 

তিনি বলেন, ফতুল্লায় পারিবারিক ভাবেই আমাদের অনেক সম্পত্তি রয়েছে। আমার পরিবারের সদস্যদের অনেক দোকান, মার্কেট ও ব্যাবসা রয়েছে। আপনারা গেলেই সেখানে এগুলো খোঁজ খবর নিয়ে দেখতে পারেন।