
ফাইল ছবি
সরাসরি ভোটের মাধ্যমে নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসেবে খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক হিসেবে মঞ্জুর এলাহী নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) রাতে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে গোপন ব্যালটে ভোটগ্রহণের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণা করেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল।
খায়রুল কবির খোকন এর আগে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঞ্জুর এলাহী ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব।
বিএনপির নেতা-কর্মীরা জানান, গুলশান কার্যালয়ে আয়োজিত সভায় নরসিংদী জেলার যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌরসভার সুপার ফাইভ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। তৃণমূলের প্রতিনিধিদের সরাসরি ভোটের মাধ্যমেই নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।
বিশেষ এ সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভা সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং দপ্তর সংযুক্ত কেন্দ্রীয় নেতা সাত্তার পাটোয়ারী।
নবনির্বাচিত জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, তৃণমূলের নেতারা আমাদের কর্মের মূল্যায়ন করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা সবাই মিলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করব।
নবনির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী বলেন, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার জন্য দলের নেতৃত্ব এবং তৃণমূল আমার ওপর আস্থা রেখেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি আসনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।