মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে কৃষকদের নিয়ে রাজীবের ৩১ দফা কর্মশালা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫৮, ২৯ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে কৃষকদের নিয়ে রাজীবের ৩১ দফা কর্মশালা 

কৃষকদের নিয়ে কর্মশালা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষকদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মশালা করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। 

সোমবার (২৮ এপ্রিল) সোনারগায়ের বারদী ইউনিয়নের নুনের টেক এলাকায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় ফসলের মাঠে বসে কৃষকদের রাষ্ট্র সংস্কারে বিএনপির মনোভাব এবং ৩১ দফার বিভিন্ন দাবী দাওয়া বুঝিয়ে বলেন রাজীব। পাশাপাশি বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের নিয়ে দলটির ভাবনা তুলে ধরেন রাজীব।

কৃষকরা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবিত পরিকল্পনার প্রতি একাত্মতা প্রকাশ করেন। পাশাপাশি কৃষি খাতের উন্নয়নে আগামী সরকারের কাছে নিজেদের দাবী তুলে ধরেন। 

এসময় নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপুর সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য বি এম ডালিম, বিএনপি নেতা মাসুম রানা, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসাইন, সোনারগাঁ পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য জামাল হোসেন, সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, বারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান, সহসভাপতি ফজুল, জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন মোল্লা, রোকন মিয়া, বারদী ইউনিয়ন কৃষকদলের সভাপতি তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাচ্চু মিয়া, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি সোলমান, বারদী ইউনিয়ন কৃষকদল নেতা বিল্লাল হোসেন, আক্তার, ইউসুফ, আলমগীর, সোলেমান, সালাউদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।