শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বন্দরে কলেজ ছাত্র আলভী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৩২, ১৬ সেপ্টেম্বর ২০২২

মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বন্দরে কলেজ ছাত্র আলভী নিহত

আজমল ফুয়াদ আলভি

বন্দরে বেপরোয়া গতিতে মটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে আজমল ফুয়াদ আলভি (২০) নামে এক কলেজ ছাত্রের র্মমান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অনিক নামে আরো এক শিক্ষার্থী মারাত্মক ভাবে আহত হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) মধ্য রাতে বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের ফরাজিকান্দা হান্ডুর ব্রীজের সামনে এ সড়ক র্দূঘটনাটি ঘটে। নিহত কলেজ ছাত্র আজমল ফুয়াদ আলভি বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষাার চর দক্ষিনপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। সে বন্দরের সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র। গুরুত্বর আহত অনিকের বরাত দিয়ে মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শকসিহাব আহাম্মেদ গনমাধ্যমকে জানান, বুধবার দিবাগত রাত ১টায় নিহত কলেজ ছাত্র আলভি ও তার বন্ধু অনিক মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলো। 

পরে তাদের মটর সাইকেলটি ফরাজিকান্দা হান্ডর ব্রিজের সামনে এসে ানয়ন্ত্রন হারিয়ে বৈদুৎতিক খুঁটির সাথে ধাক্কা খায়। ওই সময় মটর সাইকেল চালক আলভী মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।