শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

|

কার্তিক ২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওয়ারিং শ্রমিক টুটুলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫২, ১৩ জুলাই ২০২৪

বন্দরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওয়ারিং শ্রমিক টুটুলের মৃত্যু

প্রতীকী ছবি

বন্দরে নব নির্মিত বিল্ডিংয়ে ওয়ারিং কাজ করার সময় অসাবধানতা বসত বিদুৎপৃষ্ট হয়ে মোহাম্মদ টুটুল (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বন্দর থানার উত্তর লক্ষনখোলাস্থ রুবেল মিয়ার  বিল্ডিংয়ে এ র্দূঘটনাটি ঘটে।

নিহত টুটুল বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলা  এলাকার রহমত উল্ল্যাহ মিয়ার ছেলে ও উল্লেখিত এলাকার  জাকির মিয়ার ভাগ্নিা। র্দূঘটনার খবর পেয়ে বন্দর থানক পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি চলছে। এলাকাবাসী তথ্য সূত্রে জানাগেছে,  টুটুল দীর্ঘ দিন ধরে তার মামা জাকির মিয়ার বাড়িতে বসবাস করে আসছে। টুটুল পেশায় একজন ওয়ারিং মিস্ত্রী। সে শনিবার  উত্তর লক্ষনখোলা এলাকার রুবেল মিয়ার নব নির্মিত বিল্ডিংয়ে ওয়ারিং কাজ করতে আসে। পরে বিকেল সাড়ে ৪টায় কাজ করার সময় অসাবধানতা বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বন্দর থানার এস আই রোকনুজ্জামান জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি লাশ র্মগে প্রেরণ করি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।