![বন্দরে ২৬ টি পূজা মন্ডপে হবে শারদীয় দুর্গোৎসব বন্দরে ২৬ টি পূজা মন্ডপে হবে শারদীয় দুর্গোৎসব](https://www.narayanganjpost.com/media/imgAll/2023June/Messenger_creation_63AA14EA-FCC5-47CB-A4A4-978CACE253D6-2410010108.jpeg)
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে এবার ২৬ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। সুষ্ঠু- সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্নের লক্ষ্যে বন্দরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বন্দর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার এমএ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার ওসি তরিকুল ইসলাম, কলাগাছিয়া নৌ পুলিশের ওসি মো. সালেহ আহমেদ পাঠান, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মনোরঞ্জন দাস একই কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস, আনসার অফিসার আরিফ, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা,মাইনুল ইসলাম, বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবদুল্লাহ আল মামুন প্রমুখ। সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার এমএ মুহাইমিন আল জিহান জানান, এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নয়টি ওয়ার্ডে ১২ টি ও পাঁচটি ইউনিয়নে ১৪ টি মোট ২৬ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সুন্দরভাবে পূজা উদযাপনের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এবার পূজাস্থলে মেলা বসানো যাবেনা। চাঁদাবাজি হলে ব্যবস্থা নেওয়া হবে। দশমীর দিন সন্ধ্যা ৭ টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে বলে তিনি জানান। এদিকে বিকেলে বন্দর থানা কমপ্লেক্সে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছে বন্দর থানা পুলিশ। সভায় আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।