রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ৬দিন ব্যাপী ৩০টাকায় গাছের মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে ৬দিন ব্যাপী ৩০টাকায় গাছের মেলা শুরু

ফাইল ছবি

গাছ পৃথিবীর ভারসাম্য রক্ষা করে বিশুদ্ধ নিঃশ্বাসে জীবন গড়ে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ন্যাশনাল নার্সারী আয়োজিত নারায়ণগঞ্জের বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৬দিন ব্যাপী ৩০ টাকায় গাছের মেলা শুরু ৩০ সেপ্টেম্বর সোমবার হতে শুরু হয়েছে।

সকাল ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহাম্মেদ ভূইয়া।

ঐতিহ্যবাহী শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সরদারের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ও কাউন্সিলরের সচিব সাইফুল ইসলাম পনির ভূইয়া পনির। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক মিতু মোর্শেদের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিনন্দন ও সংগঠক বশির খান, কবি সিরাজ,কবি মনির হোসেন,মাহাবুব হোসেন,ফয়সাল আহমেদ, প্রমুখ।