ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে বাজারের ঔষুধের মার্কেটে অভিযান পরিচালনা করেছক ভ্রাম্যমান আদালত।
এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় চারটি ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা ও ঔষধ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় সৈয়দ প্লাজার ঔষুধের মার্কেটের খান ফার্মেসী, বিসমিল্লাহ ফার্মেসী, অভিজিত ফার্মেসী এবং প্রনয় ফার্মেসীতে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।