বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে অটো চাপায় শিশু নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৭, ১২ নভেম্বর ২০২৪

বন্দরে অটো চাপায় শিশু নিহত 

প্রতীকী ছবি

বন্দরে অটোরিক্সার চাপা পরে আয়েশা আক্তার ওরফে নয়ন তারা (৪) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।  

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বন্দর উপজেলার বাজুরবাগ পাকা রাস্তাস্থ  বাতেন মিয়ার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।  নিহত শিশু শিক্ষার্থী আয়শা আক্তার ওরফে নয়ন তারা বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিচকামতাল গ্রামের রাজু মিয়ার মেয়ে। ওই সময় স্থানীয় জনতা র্দূঘটনাস্থল থেকে ঘাতক অটোরিক্সা চালক মাহমুদকে আটক করেছে। আটককৃত অটোচালক মাহমুদ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ এলাকার জালাল মিয়ার ছেলে।  এলাকাবাসী অভিযোগ বেপরোয়া গতিতে অটোরিক্সা  চালানোর কারণে শিশু শিক্ষার্থী আয়েশা আক্তারের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাঙ্গলবন্দ বাজার এলাকায় অবস্থিত  ইকরা কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রণির শিক্ষার্থী নয়ন তারা।  মঙ্গলবার  বেলা সাড়ে ১১ টার দিকে স্কুল ছুটি শেষে হেঁটে নানা বাড়িতে যাওয়ার পথে পিচকামতাল-বাজুরবাগ পাকা রাস্তা বাতেন মিয়ার সামনে পৌঁছালে পেছন দিকে দিয়ে  দ্রুত গতিতে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এসময় শিশু শিক্ষার্থী ছিটকে রাস্তার পাশে বাউন্ডি দেয়ালে লেগে গুরুত্বর আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে  অটো চালক  মাহমুদ মিয়াকে আটক করে রেখেছে এলাকাবাসী।