শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা স্বামী-স্ত্রীসহ আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৯, ৯ ডিসেম্বর ২০২৪

বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা স্বামী-স্ত্রীসহ আহত ৩

ফাইল ছবি

বন্দরে ত্রুটিপূর্ন সাটার মেরামত করতে দেরি করার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় স্বামী/ স্ত্রীসহ একই পরিবারের ৩ জন জখম হয়েছে। ওই সময় হামলাকারিরা ওয়ার্কশপ ও বসত বাড়িতে ব্যাপক ভাংচুর করে আড়াই ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয়।

আহতরা হলো ধামগড় নয়ামাটি এলকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ইসলাম (৪৩) ও তার স্ত্রী জানু বেগম (৩৮) ও দেবর টুকু মিয়া (৩৫)। স্থানীয় এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত গৃহবধূ জানু বেগম প্রাথমিক চিকিৎসা গ্রহন করে সন্ত্রাসী হামলার ঘটনার ওই দিন রাতে বাদী হয়ে হামলাকারি আসলাম ও তার স্ত্রী সাথী বেগম, ছেলে রামিম ও একই এলাকার মৃত শামসুল হক মিয়ার ছেলে সাদুসহ আরো অজ্ঞাত নামা ১৫/২০ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাদিনী স্বামী ইসলাম পেশায় একজন ওয়ার্কশপ মিস্ত্রী। গত ১ মাস পূর্বে একই এলাকার মৃত মানিক মিয়ার ছেলে আসলাম মিয়া গরু গোয়াল ঘরের জন্য আমার স্বামীর একটি সাটার তৈরি কাজ দেয়। সাটার তৈরি সময় ত্রুটি থাকায় আসলাম মিয়া পুনরায় ঠিক করে দিতে বলে। সাটার মেরামত করতে দেরি হওয়ার জের ধরে সোমবার বেলা সাড়ে ১১টার সময় উল্লেখিত বিবাদীরা ক্ষিপ্ত হয়ে আমার স্বামী ওয়ার্কশপে ও বসত বাড়িতে অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারিরা আমার স্বামী ও আমার দেবরকে হত্যার উদ্দেশ্য বেদম ভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় আমি বাধা দিতে গেলে হামরাকারিরা আমাকে কুপিয়ে জখম করে ঘরে রক্ষিত স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয়।