শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে আকবর খান ডকইয়ার্ডে চুরি আটক ১ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫১, ১৩ ডিসেম্বর ২০২৪

বন্দরে আকবর খান ডকইয়ার্ডে চুরি আটক ১ 

প্রতীকী ছবি

বন্দরে আকবর খান ডকইয়ার্ডে চুরি করে পালানোর সময় উজ্জল (৩০) নামে এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে ডকইয়ার্ড কর্তৃপক্ষ। আটককৃত চোর উজ্জল বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার কালাম মিয়ার ছেলে। এ ব্যাপারে উল্লেখিত ডকইয়ার্ড মালিক আতিকুর রহমান খান বাদী হয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে আটককৃত চোরের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭(১২)২৪ ধারা- ৪৫৭/৪৬২/৩৮০ দ: বি:। আটককৃত চোর উজ্জলকে উল্লেখিত চুরি মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মহনপুরস্থ উল্লেখিত আকবর খান ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং এ চুরি ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়,  কুড়িগ্রাম জেলা চিলমারি থানার বেলের ভিট এলাকার আকবর খান মিয়ার ছেলে আতিকুর রহমান খান দীর্ঘ দিন ধরে কলাগাছিয়া ইউনিয়নের মহনপুর এলাকায় ডকইয়ার্ড ব্যবসা পরিচালনা করে আসছে। গত ২৮ নভেম্বর রাতে অজ্ঞাত চোরের দল উল্লেখিত ডকইয়ার্ডে প্রবেশ করে কারেন্টের খুঁটিতে থাকা  ৩টি ৩৫ কিলো ওয়াটের ট্রান্সর্ফমা চুরি করে নিয়ে যায়। এ ছাড়াও গত ৭ ডিসেম্বর অজ্ঞাত নামা চোরের দল আবারও ডকইয়ার্ডের ষ্টোর রুমের তালা ভেঙ্গে ভিতর প্রবেশ করে ২৫ পিছ হাইড্রলিক পাম্প, ২০ কেঁজী তামা,পাইপ ফিটিং এর ১ বস্তা মালামাল চুরি করে ৫ লাখ ২০ হাজার টাকা ক্ষতি সাধন করে। এর ধারাবাহিকতা গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় চোরের দল পুনরায় ডকইয়ার্ডে প্রবেশ করে ষ্টোর রুমে  থেকে ১টি ৪৮ ভোল্টের ব্যাটারী চার্জার চুরি পালানোর সময় ডকইয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত নাইটগার্ডরা উজ্জল নামে এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে।