মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জমি নিয়ে বিরোধে জবি ছাত্রীকে মারধর-হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫২, ২৮ মার্চ ২০২৫

জমি নিয়ে বিরোধে জবি ছাত্রীকে মারধর-হুমকি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে জমি নিয়ে বিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ মার্চ) ভুক্তভোগী ছাত্রী শান্তা আক্তার বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, চান বাদশা আমার পৈতৃক সম্পত্তি দখল করার জন্য আমার পরিবারের সদস্যদের শারীরিক এবং মানসিক অত্যাচার করে আসছিল। এর জের ধরে গত ২১ মার্চ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারপিট করতে থাকে। এ সময় আমি আমার বাবাকে বাঁচাতে গেলে চান বাদশা আমাকে চর থাপ্পড় এবং কোমরে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এরপর সে আমাকে এলোপাথাড়ি কিলঘুষিসহ বাঁশ দিয়ে মারপিট করে। এতে আমি গুরুতর আহত হই। আমাদের বাঁচাতে আমার চাচা রমজান (৫০) এগিয়ে আসলে চান বাদশা সুযোগ পেলে আমাদের ক্ষতিসাধন করার হুমকি দেয়। 

ভুক্তভোগী ছাত্রী শান্তা আক্তার বলেন, থানায় অভিযোগ করার পরও চান বাদশা আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। রাতে আমাদের বসতবাড়িতে ঢিল ছুড়ে আমাদেরকে নানাভাবে বিরক্ত করছে। আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে আছি।

এ বিষয়ে অভিযুক্ত চান বাদশা বলেন, আমি কাউকে মারধর করিনি। সব অভিযোগ মিথ্যা। আমি কাউকে হুমকি-ধমকি দেইনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রীর অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজ বলেন, আমি এমন একটা অভিযোগ পেয়েছি। জমি সংক্রান্ত বিষয়ে শান্তা নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে মারধরের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।