শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১০, ১৬ এপ্রিল ২০২৫

বন্দরে মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার 

প্রতীকী ছবি

বন্দরে ডুবা থেকে ভাসমান অবস্থায় রেদোয়ান (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৬ এপ্রিল) দুপুর পৌনে ২টায় বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার  চন্ডিতলার একটি ডুবা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রেদোয়ান সুদূর বরিশাল জেলার কলাপাড়া থানার মোস্তফাপুর এলাকার শাহজাহান খলিফার ছেলে। সে নবীগঞ্জ জামিয়া আরবীয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র বলে জানাগেছে। তারা দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কবিলেরমোড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এর আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় খেলা করার উদ্দেশ্যে কবিলেরমোড়স্থ ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে ওই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম গনমাধ্যমকে জানায়, বুধবার সকালে কুশিয়ারা এলাকাবাসী চন্ডিতলা একটি ডুবায় ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে থানায়  সংবাদ জানায়। পরে থানার উপ পরিদর্শক মোঃ হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে উল্লেখিত ডুবা থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। লোক মারফতে খবর পেয়ে নিহত মাদ্রাসা ছাত্রের স্বজনরা  ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।