
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৯৭ বোতল ফেনসিডিলসহ পাঁচজন মাদক ব্যাবসায়ীকল আটক করেছে র্যাব-১১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর ৩টায় বন্দর থানার রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামিদের আটক করে র্যাব-১১।
আটককৃত আসামিরা হলেন- বন্দর থানার মৃত মেছের আলীর ছেলে মোঃ আমির (৩৭), কুমিল্লা জেলার কোতোয়ালী থানার মোঃ আজাদের ছেলে মোঃ আকবর হোসেন (৩১), কুমিল্লা জেলার কোতোয়ালী থানার হোসাইনের ছেলে মোঃ জিয়ান (১৯), কুমিল্লা জেলার চান্দিনা থানার ইদ্রিস আলীর ছেলে মোঃ আরিফ (৩৮), কুমিল্লা জেলার চান্দিনা থানার শফিকুল ইসলামের ছেলে হানিফ হোসেন (৩৫)।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে জব্দকৃত পিকআপ ভ্যানে করে কুমিল্লা থেকে একটি বিশেষ কৌশলে করে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ৯৭ বোতল ফেনসিডিল এনে নিজেদের হেফাজতে রেখেছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।