মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জেলাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট, সরবরাহ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৩০, ২৮ মে ২০২৪

জেলাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট, সরবরাহ বন্ধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ঝোড়ো বাতাসে বিভিন্ন এলাকায় বিদ্যুতের তারে গাছ পড়ে জেলাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

সোমবার (২৭ মে) দুপুরের পর থেকে এ কারণে প্রায় জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে, আর যেসব এলাকায় বিদ্যুৎ আছে সেখানেও আছে লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট। 

এর আগে রোববার রাত থেকে আড়াইহাজারের প্রায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। 

এদিকে সোমবার দুপুর থেকে সোনারগাঁ, ফতুল্লা ও রূপগঞ্জে প্রায় ৯০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দুপুর ২ টার পর থেকে শহর ও শহরের আশেপাশে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। 

সকাল থেকে বন্দরে পুরো উপজেলাজুড়ে পল্লী বিদ্যুতের বিভ্রাট আছে বলে জানিয়েছেন গ্রাহকরা।

এদিকে এ ব্যাপারে কথা বলতে বার বার ডিপিডিসি নারায়ণগঞ্জ অফিসে ফোন দেয়া হলেও কেউ ফোন ধরেননি।

আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান জানান, শুধু সদর এলাকায় বিদ্যুৎ দেয়া হচ্ছে রোস্টারিং করে। বাকি বিভিন্ন এলাকায় ৩/৪ টি বিদ্যুতের খুটি উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে গাছ ভেঙে বিদ্যুতের তারে-খুটিতে পড়েছে। এসব কারণে বিদ্যুৎ দেয়া যাচ্ছেনা, কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলা যাচ্ছেনা।

উপজেলার গোপালদী পৌরসভার পল্লী বিদ্যুতের ডিজিএম সরোয়ার জাহান জানান, বিভিন্ন এলাকায় ঝড় বাতাসে বিদ্যুতের তার খুটি পড়ে গেছে, কোথাও কোথায় বিদ্যুতের তারে গাছপালা ভেঙে পড়েছে, এ কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলা যাচ্ছেনা।