রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা
নারায়ণগঞ্জে শারদীয় দূর্গা পূজার অষ্টমীর দিনে জাঁকজমকপূর্ণ ভাবে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
সকালে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্যদিয়ে জাঁকজমকপূর্ণভাবে ধর্মীয় রীতি অনুসরণ করে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয়। কুমারী পূজা পরিচালনা করেন রামকৃষ্ণ মিশনের স্বামী মহারাজ একনাথনন্দ।
এবারের পূজায় কুমারীর আসনের বসেছেন নবাব সিরাজদৌল্লা রোডের নারায়ণগঞ্জ হাই স্কুল হাইস্কুলের শিশু শ্রেণির ছাত্রী সুকন্যা চক্রবর্তী। নগরীর বংশাল রোডের সঞ্জয় চক্রবর্তী এবং দিপাণ্বিতা চক্রবর্তীর মেয়ে সুনন্দা। তাকে দুর্গা প্রতিমার দেবীজ্ঞানে পূজা করা হয়।
হিন্দু ধর্ম মতে, কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী। এ পূজার মাধ্যমে স্বয়ং মা দুর্গা মানুষের ভেতরে বিকশিত হন। এ কুমারী পূজার জন্য সৎ বংশজাত গোলককন্যা একজন বালিকাকে নির্বাচিত করা হয়।